জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের শিশু ও মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে।
জানা গেছে, স্থানীয় কেশবপুর জুনিয়র উচ্চবিদ্যালয়ের পাশে সরকারি জায়গায় দীর্ঘ ১৫/২০ বছর ধরে পরিবারের লোকজন নিয়ে বসবাস করে আসছেন দিনমজুর সাহাব উদ্দিন। কেশবপুর গ্রামের প্রভাবশালী ব্যক্তি সাবাজ মিয়ার। সরকারি জায়গা মালিকানা দাবি করে দখল করতে চায়। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সাবাজ মিয়ার লোকজন দিনমজুর সাহাব উদ্দিনের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের হামলায় ছাদ উদ্দিন (৪৫) সাহাব উদ্দিন (৩৫), ফখর উদ্দিন (২৫), রাছনা বেগম (২৬), কলেজ ছাত্র মাঈন উদ্দিন (২০), স্কুলছাত্র আলমগীর হোসেন (১৭), হাসান মিয়াসহ (৯) একই পরিবারের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে রাছনা বেগম ও সাহাব উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ইর্মাজেন্সি অফিসার এস আই মিজানুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।