ছাতকে নিখোঁজ রাহুল প্রায় ৫ মাস পর ফিরেছে

28

p---1ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে নিখোঁজ স্কুল ছাত্র রাহুল মিয়া (১১) প্রায় ৫মাস পর মায়ের কোলে ফিরে এসেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কালারুকা ইউনিয়নের হরিশপুর গ্রামের তার নিজ বাড়ীতে ফিরে আসে। ৪মাস ২৫দিন পর আকস্মিক রাহুলের আগমনে আনন্দে আত্মহারা হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তার মা-ফুফুসহ আত্মীয়স্বজন। প্রায় ঘন্টা খানেক মাকে জড়িয়ে কাঁদছিল রাহুলও। ফিরে আসা রাহুলকে দেখতে গ্রামের মানুষ ভিড় জমায় তার বাড়ীতে। এ সময় রাহুলের বাড়ীতে হাসি-কান্নার এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। রাহুল শারীরিকভাবে এখনো অসুস্থ বলে জানান তার মা সাজিয়া বেগম। তিনি জানান, তার নিখোঁজ হওয়ার ঘটনা সে কিছুই বলতে পারছে না। তবে কয়েকদিন আগে বরিশাল এলাকার জনৈক্য এক ব্যক্তি তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলেন। পরে বাড়ীর ঠিকানা ও মোবাইল নাম্বার তার কাছ থেকে সংগ্রহ করে ঐ ব্যক্তি ঢাকা থেকে সিলেটগামী একটি বাসে তাকে তুলে দেন। সিলেট থেকে সে ছাতকের অপর একটি বাসে করে সে নিজে নিজে বাড়ীতে ফিরে আসে বলে রাহুল তাদের জানিয়েছে। উল্লেখ্য গত বছরের ১০ ডিসেম্বর রাতে নিজ বাড়ীর এলাকা থেকে রাহুল নিখোঁজ হয়। রাহুল মুক্তিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ও হরিষপুর গ্রামের সৌদি প্রবাসী সাদক আলীর পুত্র। এ ঘটনায় তার ফুফু ফুলেছা বেগম ছাতক থানায় একটি জিডি এন্ট্রি(নং-৬১৯) করেছিলেন। বৃহস্পতিবার দুপুরে রাহুলের ফিরে আসার ঘটনাটি ছাতক থানাকে অবগত করা হয়েছে বলে রাহুলের ফুফু ফুলেছা বেগম জানিয়েছেন।