করোনা ঠেকাতে বাংলাদেশকে ৫ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

11
SSUCv3H4sIAAAAAAAACpxWy26cMBTdV+o/jFgXFYMxuNt+QD8g6uICnsEZg5FtZhpF+feaV8Y2VIm6g+Nzn74Pv379cjpFFWheRz9Or9Of/edCjNooMFz2FkbfVlyxvmHKIsmGsIYbqTgIF6zA1G0PHbNgPwoxwW/zYaQNmFEz7RjT7WgMU9rI+mrhbNOC0kydXaBhg9TcDK00UrsH0MiK7eRr6Gds5rsHFb94B8jxrwbDLjYgz8MtPU/L/2k7WM0YexRFq/YlpLGasQ1alP+X5PLx+z3UC+vrl4dvEySge3G9s1hCy5Q2qIhLKCDGKaExAEJxnlNaI1QCUOrZ/ZTAxt+8CVPveoASnKVHEmH2XaFf1TOrjfY8+yn7mg1mtCV2oK0WfLAXfQMdqMoO2YrZmr6xDtSVmUAixUcijRXptOFzMXsBZrnnJym9X1SSI3UXBUPLa2WdUIHCmw1dKv1drkk4kA5axXOn8MwfXtZq4UA6x5505qRi+XhzekQxwWDp4adFe3S9W7c6t2fOAi6ukYgkebFdyns5n6FSfmtFJE0pDnnBQHqwi5Imecg27I/hgn2s9g433gduIpLQnXkthR0MjW/aVvhOo+YX30GSoGKnbwCjuDRB5AWhGQmptRRSBXaLNDmIhH0ch+biGmQlS3a6tE1zEATBWRHSljr9OCW8n5LCwWOihNCD+2i5Ca8Nlbv7vfPevwqSlminzNy98RJRgmkZkpaWCFxLaIFCIusqwbpPxGCr9MZESMTZLs0wV7QIEkMweYTiNB2MDZdOf91kDWLegg5psM20FPTrikjTzoNmE6vl2Bs1rYsIIbI1fSSkHMAGaPGzVcs2vAWtrUSz4e6mtO7LzjHVSzPPhHWhRY3tmNlOlqYIIVvbOKcJyvN1Uq1vgZZbPbNHm4/jICQ0c7c9ttz2GkB5QfLS3lDuzOjgYbBw7NZyON6i2gi0cHZD8FxYOWlC/r27Jo6NCpdkPyVnIm/mmbhCfAopoqzBkFZpDHmDY1zhMgaUsJiVmJEqpWfaTBX/9hcAAP//AwCCALpYmwkAAA==

কাজিরবাজার ডেস্ক :
বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় অস্ট্রেলিয়া আরও ৫ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
শনিবার (২২ মে) ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় অস্ট্রেলিয়া রেড ক্রিসেন্টকে অতিরিক্ত ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে।
অস্ট্রেলিয়ার এই তহবিল সরবরাহ করা হবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্যা রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) মাধ্যমে।
এই তহবিল থেকে প্রয়োজনীয় সরঞ্জামাদি যেমন- অক্সিজেন, অক্সিজেন সংক্রান্ত সরঞ্জাম ক্রয় ও বিতরণ করা হবে। গত বছর অস্ট্রেলিয়ার ৫.৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তার সঙ্গে এই সহায়তা যুক্ত হবে।
কোভিড মোকাবিলায় ভ্যাকসিনের বৈশ্বিক নিরাপদ ও কার্যকর সরবরাহ বৃদ্ধি করার লক্ষ্যে অস্ট্রেলিয়া কাজ করে যাচ্ছে। এই কাজের মধ্যে রয়েছে কোভ্যাক্সকে ৮০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের অগ্রিম প্রতিশ্রুতি, যার সুবিধা বাংলাদেশও পাবে।
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার বলেন, বাংলাদেশের বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে আমাদের এই অঞ্চলটি নিরাপদ, স্থিতিশীল, সমৃদ্ধ ও সহিষ্ণু থাকতে পারে। এই মহামারি মোকাবিলায় অস্ট্রেলিয়া এবং আমাদের অংশীদাররা বাংলাদেশের সঙ্গে রয়েছে।