সদর উপজেলায় হীডের যক্ষ্মা বিষয়ক দক্ষতা বৃদ্ধি কর্মশালা

52

হীড বংলাদেশ চ্যালেঞ্জ টিবি প্রকল্পের আয়োজনে শনিবার, চা বাগানের স্বাস্থ্যকর্মীদের নিয়ে যক্ষ্মা বিষয়ক দক্ষতা বৃদ্ধি শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়ার সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন হীড বাংলাদেশ চ্যালেঞ্জ টিবি প্রকল্পের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার জুয়েল রানা। যক্ষ্মা বিষয়ে বিভিন্ন তথ্য, হালনাগাদ চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন হীড বাংলাদেশের চ্যালেঞ্জ টিবি প্রকল্পের ব্যবস্থাপক শিমন মার্ডি, মনিটরিং অফিসার সেবাস্তিন বিশ্বাস এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর  মেডিকেল অফিসার ডাঃ নুসরাত আফরিন। সার্বিক আয়োজনে সহযোগিতা করেন ফিল্ড সুপারভাইজার শার্লি ট্রাম্বুল। সিলেট সদর উপজেলার বিভিন্ন চা বাগানে কর্মরত ফার্মাসিস্ট, কম্পাউন্ডার, ড্রেসার, স্বাস্থ্য সেবিকাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি