আইনী সেবার মাধ্যমেই প্রমাণ করতে হবে সেবাই পুলিশের ধর্ম -সুনামগঞ্জ পুলিশ সুপার

68

ছাতক থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন-অর রশীদ বলেছেন, সন্ত্রাসী যেই হোক আইন তাকে কখনো ক্ষমা করবে না। সন্ত্রাস দমনে দল, গোষ্ঠী বা প্রভাব-প্রতিপত্তি বিবেচনায় না এনে প্রচলিত আইনেই কঠোর  হাতে দমন করা হবে। সন্ত্রাসী সমাজ ও রাষ্ট্রের আগাছা-এদের শিকড় উপড়ে ফেলতে পুলিশকেই রাখতে হবে মুখ্য ভূমিকা। অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সমাজের সচেতন মহলের সহযোগিতারও প্রয়োজন রয়েছে। তিনি বলেন, পুলিশ ও জনগণ বন্ধুত্বের সেতু বন্ধনে আবদ্ধ হলে অনেক কঠিন কাজ সহজে করা সম্ভব। তাই পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। উপযুক্ত আইনী সেবার মাধ্যমে প্রমাণ করতে হবে-সেবাই পুলিশের ধর্ম। গতকাল ররিবার বিকেলে জাউয়াবাজারে ছাতক পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হারুন-অর রশীদ এসব কথা বলেন। জাউয়াবাজার উন্নয়ন কমিটির সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে ও জাউয়াবাজার ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক সৈয়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সন্ত্রাস বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদত মোহাম্মদ লাহিন মিয়া, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া,আব্দুল মছব্বির, বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন, জাউয়াবাজার ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মনিশংকর ভৌমিক, ওসি(তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক সমর কুমার সরকার, প্রভাষক নাজমুল হক, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য কবি আব্দুল ওয়াহিদ, জাউয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল কদ্দুস সুমন। সভার শুরুতে স্বাগত বক্তব্যে ওসি শাহজালাল মুন্সি ছাতক থানার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। বক্তব্য রাখেন আব্দুল মছব্বির, মাস্টার জসিম উদ্দিন, রেজা মিয়া তালুকদার, মুক্তিযোদ্ধা আলতাব আলী মেম্বার, আরজু মিয়া, হাজী আব্দুল হক, চান মিয়া, আব্দুল খালিক, সাগর উদ্দিন, আকবর আলী, কামাল মিয়া, জয়নাল আবেদীন মেম্বার, মাস্টার ফজলুল করিম, আব্দুল হক, আশক উদ্দিন, জমশিদ আলী, আফরোজ আলী, আদরিছ আলী, রমিজ উদ্দিন, রাধিকা দত্ত, আব্দুল গফুর, জেলা ছাত্রলীগের সিনিযর সদস্য কৃপেশ চন্দ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাজী জয়নাল আবেদীন, মুহিবুর রহমান টুনু, আমতর আলী, আনোযার হোসেন, আজির উদ্দিন, আঙ্গুর মিয়া, তুলা মিয়া, লুকমান হোসেন, সিরাজুল ইসলাম, কামরুজ্জামান, প্রবাসী মখলিছ মিয়া, আমজাদ আলী, হাজী জসীম তালুকদার, জবর আলী মেম্বার, লোকমান হোসেন, হিরক তালুকদার, মুরাদ হোসেন, আব্দুল হাই, লিমন, রফিক, আলমগীর হোসেন প্রমুখ।