স্পোর্টস ডেস্ক :
করোনাভাইরাসের কারণে বিশ্বের ধরনের খেলাধূলা স্থগিত ছিল লম্বা সময়ের জন্য। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। বুন্দেসলিগা দিয়ে মাঠে ফিরেছে ফুটবল। ওয়েস্ট ইন্ডিজে টি-১০ লিগ দিয়ে ফিরেছে ক্রিকেট। এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানালো, নির্ধারিত সময়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের প্রস্তুতি চলছে।
করোনাভাইরাসের প্রভাবে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যেতে পারে, অনেক আগে থেকেই এমন আলোচনা চলছিল। কিন্তু আইসিসি এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। অক্টোবর-নভেম্বরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে আশাবাদী বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজন করতে আইসিসিকে চাপ দিচ্ছে ভারত- এমন খবরও দেখা গেছে।
যদিও এমন খবর উড়িয়ে দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআইয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানান, এ নিয়ে আইসিসিকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এই সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা করা হবে। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি। পরিকল্পনা অনুযায়ী চলতি বছর অস্ট্রেলিয়ায় আসরটি আয়োজনের প্রস্তুতি চলছে। আইসিসির বোর্ড সভার আলোচ্য সূচিতে বিষয়টি আছে এবং যথা সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’