রফিকুল নাজিম

9

শোভাযাত্রায় যাই :

অতীত দিনের দুঃখ ব্যথা
মুছে দিতে সব,
বছর ঘুরে আবার এলো
বৈশাখী উৎসব।

নববর্ষের নতুন গানে
সুর জুড়েছে আজ,
বাঙালির ঐ ঘরে বাইরে
লাগলো নয়া সাজ।

পথের ধূলোয় উড়িয়ে সব
গাইছে সবাই গান,
বর্ষ বরণ করতে সবাই
জোট বেঁধেছে প্রাণ।

বিগত সব ভুলের হিসাব
মুছে দিতে তাই,
ঢাকের তালে নেচে গেয়ে
শোভাযাত্রায় যাই।