ইউরোপিয়ন ইউনিয়ন সদর দপ্তরে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

28

ব্রাসেলস, বেলজিয়াম থেকে সংবাদদাতা :
ইউরোপিয়ন ইউনিয়নের ১২তম অধিবেশন চলাকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। ১৯ অক্টোবর শুক্রবার সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইইউর সদর দপ্তরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিএনপির সহস্রাধিক নেতাকর্মী বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি,দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে আরোপিত মামলায় সাজা প্রত্যাহার ,নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবির প্রেক্ষিতে এ সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় নেতা কর্মীরা বিভিন্ন ধরনের লেখা প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করে।
কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বাধীন ও বেলজিয়াম বিএনপির ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনী বেষ্টিত এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিন আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি সিরাজুর রহমান,সাবেক সহ সভাপতি সাহেদ আলী, সাবেক সহ সভাপতি মাহবুব আলম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক জালাল খান, সাবেক সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সাধারণ সম্পাদক আরিফ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, জিয়ার সৈনিক ফ্রান্সের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া মিল্টন, সুইডেন বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন জিন্টু, সুইডেন বিএনপির সভাপতি এমদাদুল হক কচি, নেদারল্যান্ড বিএনপির সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক ওহিদ উদ্দিন, মহিলা সম্পাদিকা কেয়া খান, মহিলা সভানেত্রী আফরুজা চৌধুরী, জার্মান বিএনপি সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক গনি সরকার, যুগ্ম সম্পাদক মুস্তাক খান, আয়ারল্যান্ড বিএনপি সভাপতি হামিদুল নাসির, সাধারণ সম্পাদক কবির আহমদ, ইতালি বিএনপির সাবেক সভাপতি তাইফুর রহমান ছোটন, সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন, সুইডেন বিএনপি সভাপতি এমদাদ হোসেন কচি, সাধারণ সম্পাদক নাজমুল আবেদীন মোহন, বিএনপি নেতা রেজাউল করিম শিশির, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহম্মেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, গ্রীস বিএনপির সভাপতি মখলেছুর রহমান, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, নরওয়ে বিএনপি সাধারণ সম্পাদক মমিনুর রহমান জুনায়েদ,স্পেন বিএনপির সভাপতি খুরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পংকি, অস্ট্রিয়া বিএনপি নেতা নেয়ামুল বশির, ফজলুর রহমান বকুল, সুইজারল্যান্ড বিএনপির নেতা শেখ আনোয়ার কবির মোল্লা, বেলজিয়াম বিএনপির সহসভাপতি আলী জাহাঙ্গীর, আবুল হাসনাত, শামছুল, রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক আলীনুর শামীম, যুগ্ম সম্পাদক আশিক আহাম্মদ বাপ্পি, যুগ্ম সম্পাদক হারুন মাকসুদুল হাসান মমো, ফ্রান্স বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন বালা, মামুনুর রশীদ মামুন, সোয়েব আহমেদ জিনুক, সাইদুল ইসলাম, আক্তারুজ্জামান আখতার, হাসিব আলী, মোঃ নাজির উদ্দিন, ইমরুজ হোসেন, শাওন আহমেদ, নাজমুল ইসলাম সায়েম, আমরা জিয়ার সৈনিক ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া মিল্টন, মনির মোল্লা, ফয়সাল আহমেদ, খোরশেদ আলম মাতবর, ডাঃ জাকির, মোহাম্মদ নুরুল আলম, জাকির হোসেন, নাজিম উদ্দিন জুয়েল জনি, এনামুল, লায়েক, জলিল প্রমুখ।