বাংলাদেশ বেতার এর পরিচালক (শিক্ষা) ড. মির শাহ আলম বলেছেন, দক্ষ ও সৎ নেতৃত্বের বিকাশ সাধন ও পশ্চিমা সংস্কৃতির অনৈতিক মরণ ছোবল থেকে এদেশের তরুণদের রক্ষা করতে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে। এর মাধ্যমে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। আলোকিত মানুষ তৈরীর কারখানা এসব ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলিরপৃষ্ঠপোষকতায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টাই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধন করতে পারে।
তিনি গত শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলাধীন লালাবাজার ইউনিয়নের বিবিদইলস্থ হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (রহ:) ক্যাডেট মাদরাসার উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মোঃ মাহবুবুর রহমান ছিদ্দিকী’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহরিয়ার হোসেন লয়েছ এর পরিচালনায় বক্তব্য রাখেন সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সেক্রেটারী, সাবেক মেম্বার কামারুজ্জামান খান ফয়সল, দি নিউ নেশন’র সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শহীদ রাফি, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম, মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল কাদির, শামীমুল হক, রুকুনুজ্জামান, বোরহান উদ্দিন, শিক্ষিকা ফেরদৌসী ইয়াসমিন, জেরিনা বেগম ঝর্ণা, আব্দুর রহমান সিদ্দিকী প্রমুখ। বিজ্ঞপ্তি