সহিংসতার প্রতিবাদে শাবি প্রেসক্লাবের র‌্যালী সমাবেশ

35

শাবি থেকে সংবাদদাতা :
পেট্রোল বোমায়  মানুষ পুড়িয়ে মারা সহ সব ধরণের সহিংসতা বন্ধের দাবিতে ক্যাম্পাসে র‌্যালী, সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। গতকাল শনিবার সকাল ১১টায় র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। র‌্যালীতে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রেসক্লাবের সভাপতি গাজী সাদেকের সভাপতিত্বে ও সহ সভাপতি মুজাহিদুল ইসলাম টিটুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার রাজনৈতিক দলগুলোর প্রতি সহিংসতা বন্ধের আহবান জানিয়ে বলেন, দেশ ও মানুষের ভালো এবং শিক্ষা কার্যক্রম সচল করার জন্য সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে হবে। পেট্রোল বোমায় মানুষ হত্যা কোন সভ্য দেশের মানুষের কাজ নয়। ঠিক একইভাবে বিচার বহির্ভূত হত্যাও কাম্য নয়।
অন্যান্যের মধ্যে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম দীপ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড, কবির হুসেন, অধ্যাপক ড. শামসুল আলম, অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. আক্তারুল ইসলাম চৌধুরী, মুজতবা আলী হলে প্রভোষ্ট ফারুক উদ্দিন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সহ সভাপতি অঞ্জন রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক সুদীপ্ত বিশ্বাস প্রমুখ।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. জহির বিন আলম, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. নারায়ণ সাহা, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. হাসানুজ্জামান শ্যামল, সাবেক প্রক্টর অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ আলম, সহকারী প্রক্টর ফখরুল ইসলাম, মুয়্যিদ হাসান, সৌরভ রায়, শাবি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়েজ মোর্তাজা, অফিস সম্পাদক জাবেদ ইকবাল, কার্যকরী সদস্য আসাদুজ্জামান নয়ন, সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী ও ক্রীড়াজোটের আহবায়ক মোহাইমেনুল বাশার রাজ, সাবেক আহবায়ক শেখ সাব্বির সহ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ বিভিন্ন সংগঠের এর আগে উপাচার্য গণ স্বাক্ষর কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে সেখানে স্বাক্ষর করেন জনপ্রিয় কথাসাহিত্যিক  অধ্যাপক ড. জাফর।