বসন্তের বাঁশি

32

মোঃ সাদিকুর রহমান ইনামতি

বসন্ত ঋতুরাজ
ধরে কত সাজ
সুবাসে নাই লাজ
সম্মানে সে তাজ।
চলে আসে নবীন স্বত্ত্বে
শীতের অবসানে
মুখরিত প্রকৃতি
কোকিলের গানে
আমের মকুল
বাতাবী লেবুর ফুল
প্রকৃতির সাথে
সুবাসে খায় দোল।
কনের মত সাজে গো
খুলে রঙ্গের দুয়ার
মানবের হদয়ে জাগে
আনন্দের জোয়ার।
হিমেল বাতাসে
ভাসে প্রকৃতির হাসি
মনে হয় হাসি নয়
বসন্তের বাঁশি।