শাহানাজ পারভীন শিউলী

9

খরা :

উদকশূণ্য অন্তরীক্ষ
মুমূর্ষু ধরা বিদীর্ণ বক্ষে মুখ থুবড়ে পড়ে।
ক্রুদ্ধ দু, চোখে প্রখর বহ্নিজ্বালা,
রৌদ্রতপ্ত দাড়কাক তৃষ্ণার্ত আঁখিতে চেয়ে থাকে আকাশে।,
স্থির, স্রোতহীন মন্দাকিনীর জল।
জনহীন তরী ঘাটে বাঁধা ।
ক্ষুধার্ত মাঝি শুষ্ক গলায় হাক পাড়ে।
ঝরা পাতার মড় মড় শব্দে বুক ফাটে জননীর।।
পণ্ড চায় অরণ্যের পানে।
ফুলের ফসল নেই।ক্লেদাক্ত মাটি নেই
গরুর ক্ষুরে ওড়ে পথের ধুলিকণা।
নোনা ঘর্মাক্তে হাবুডুবু খায় চাষী,
চৈত্রের উত্তাপে জেগে থাকে অতন্দ্র নয়ন।
মাছেরা খাবি খায় তপ্ত খরায়।
শান্তনেত্রে মুখ তুলে জলে ভাসে গরু- মহিষের দল।
শীতাতপ নিয়ন্ত্রিত আভিজাত্য খরা আটকে যায়
বিলাসবহুল জীবনে শহরের অট্টালিকায়।