সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার প্রয়োজন রয়েছে। খেলাধূলা করলে শিক্ষার্থীদের উপস্থিত বুদ্ধি বৃদ্ধি পায়। তিনি আরো বলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে হবে না, জীবনে প্রতিষ্ঠা লাভ করতে হলে বাস্তবে স্বপ্ন দেখতে হবে। বড় কিছু পেতে হলে বড় স্বপ্ন দেখতে হয়। তিনি স্বপ্ন বাস্তবায়িত্ব করতে মনোযোগের সাথে পরিশ্রম করার আহবান জানান।
জেলা প্রশাসক গতকাল ১৮ ফেব্র“য়ারি মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নে রাখালগঞ্জ কে সি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়েল অফিস সহকারী সৈদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়, মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মাওছুফুল করিম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, ইউনিয়ন পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য নিমার আলী, বাবুল আহমদ, জমির উদ্দিন, জামাল আহমদ, সহকারী প্রধান শিক্ষক জ্যোতির্ময় পাল, ক্রীড়া শিক্ষক রিংকু রঞ্জন চৌধুরী, সহকারী শিক্ষক সীতাংশ কুমার চৌধুরী, ফারুক আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি