স্মরণ করো তাঁরে

26

সৌমেন কুমার

যাই ভুলে যাই অকারণে থাকে না কিছু স্মরণে,
মানবকূল স্বার্থ পূরণে বিবেকরে লুটায় চরণে।
যাবে যে লয় সব মরণে দিনে দিনে ক্ষয় ক্ষরণে,
পড়বে ধরা তাঁর হরণে মাতো হে মানব ভজনে।
বাজপাখি মুহূর্ত ক্ষণে ছোঁ মেরে ফেলবে বিজনে,
কুর্নিশ করো হে তাঁর তরে তিনিই রক্ষক ত্রিভুবনে।