ভ্যাট ও ট্যাক্স প্রদানে ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না -এ কে এম নুরুজ্জামান

51

Custom Commissionerগতকাল মঙ্গলবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে চেম্বার কনফারেন্স হলে কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান এর সাথে ভ্যাট ও অন্যান্য রাজস্ব সংক্রান্ত বিষয়ে চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চেম্বার সভাপতি তার বক্তব্যে বলেন, সিলেটের ব্যবসায়ীরা বরাবরই ভ্যাট, ট্যাক্স প্রদানে আগ্রহী, তার প্রমান তারা ইতোপূর্বেও রেখেছেন। কিন্তু বিগত কিছু দিন যাবৎ দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্য চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। লাগাতার হরতাল, অবরোধের কারণে দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ব্যবসায়ীরা ব্যাংক লোন গ্রহণ করে ও নিজস্ব পুঁজি খাটিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে থাকেন। কিন্তু চলমান অস্থিতিশীলতার কারণে ব্যবসায়ীরা দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন। তার উপর ভ্যাট, ট্যাক্স আদায়ের জন্য রাজস্ব কর্মকর্তাদের চাপে ব্যবসায়ীরা চরমভাবে হতাশ। এরকম পরিস্থিতি চলতে থাকলে ব্যবসা-বাণিজ্য ধ্বংসের মুখে পতিত হবে। তাই তিনি ভ্যাট আদায়ের জন্য ব্যবসায়ীদেরকে হয়রানী এবং অতিরিক্ত চাপ সৃষ্টি না করার জন্য রাজস্ব কর্মকর্তাগণকে অনুরোধ জানান। প্রধান অতিথির বক্তব্যে কাস্টম্স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার এ কে এম নুরুজ্জামান বলেন, বাংলাদেশের মোট রাজস্ব আয়ের একটি বিরাট অংশ ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম দাবীদার। ভ্যাট প্রসঙ্গে তিনি বলেন, ভ্যাট বা মূল্য সংযোজন কর হল পরোক্ষ কর। যা ব্যবসায়ীরা ভোক্তাদের কাছ থেকে গ্রহণ করে সরকারী কোষাগারে জমা করবেন। এই সিস্টেম ব্যবসায়ীদেরকে চালু করতে হবে, তাহলে ভ্যাট নিয়ে কোন সমস্যা হবেনা। তিনি ব্যবসায়ীদের সুবিধার্থে প্যাকেজ ভ্যাট সিস্টেম চালু রাখার আশ্বাস প্রদান করেন পাশাপাশি ভ্যাট আদায়ের জন্য ব্যবসায়ীদেরকে অহেতুক হয়রানীর কোন অভিযোগ পাওয়া গেলে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক ও ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির যুগ্ম আহবায়ক এ টি এম শোয়েব ও যুগ্ম আহবায়ক ফালাহ্ উদ্দিন আলী আহমদ, সিলেট চেম্বারের পরিচালক মোঃ লায়েছ উদ্দিন, এ টি এম শোয়েব, পিন্টু চক্রবর্তী, নুরুল ইসলাম, আমিরুজ্জামান চৌধুরী, চন্দন সাহা, সহকারী কমিশনার শাহীনুর কবির পাবেল, সিলেট চেম্বারের প্রাক্তন পরিচালক আলহাজ্ব আতাউর রহমান, তাহমিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আলিমুল এহছান চৌধুরী, আরিফ মিয়া, মতচ্ছির আলী, শামছুল আলম, আব্দুর রহমান রিপন, আব্দুস সালাম, সালাউদ্দিন চৌধুরী, মোঃ নাজমুল হক,  আমিরুজ্জামান জোয়াহির ও জয়নুল আকতার চৌধুরী। সভায় ধন্যবাদ জ্ঞাপন করে সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ মামুন কিবরিয়া সুমন। বিজ্ঞপ্তি