আলমপুরে বাগান সৃজন প্রকল্পে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

82

DSC_2361সিলেট নগরীর আলমপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয় ভবনের মধ্যবর্তী স্থানে বাগান সৃজন প্রকল্পে আনুষ্ঠানিক বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। এ কার্যক্রমে অংশ গ্রহণ করেন শাবিপ্রবির ভিসি প্রফেসর মোঃ আমিনুল হক ভূঁইয়া, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, এস.এম.পি’র পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) শামসুল আলম চৌধুরী, ডিজিএফআই অধিনায়ক কর্ণেল আব্দুল্লাহ আল মামুন, সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) এম.ডি আলামীন, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হরিপদ রায়, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান, সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, আনছারও ভিডিপি সিলেট রেঞ্জের পরিচালক গোলাম কিবরিয়া, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা, বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জামাল মাহমুদ সিদ্দিক, সুনামঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, র‌্যাব-৯ এর অধিনায়ক (জিডিপি) উইং কমান্ডার মোঃ রিয়াদ হাসান রব্বানী, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক সালাহ উদ্দিন চৌধুরী, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ কুতুব উদ্দিন, গণপূর্ত জোন সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, জোনাল সেটেলম্যান্ট অফিসার সুব্রত পাল চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এনামুল হাবিব, বিউবো সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস, সওজ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবির, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল বাতেন, এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আদিনাথ ঘোষ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সরওয়ার হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নূরুল হক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস.এম এজহারুল হক, উদ্যান তত্ববিদ এর উপ-পরিচালকা সুবিনয় ভট্টাচার্য্য, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ দেলওয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পরিমল সিংহ, কামাল উদ্দিন, বিএডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাদির উদ্দিন, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোরাজ উদ্দিন, বিআরডিভি’র উপ-পরিচালক রাশিদুল মামুন চৌধুরী, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালকা মোঃ কফিল উদ্দিন ভূঁইয়া, বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক এস.এম আনিসুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের উপ-পরিচালকা জাহাঙ্গীর কবির আহমদ, বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরুল ইসলাম, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ সালাহ উদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার মোঃ আসাদুজ্জামান, মোঃ রাশেদ ইকবাল চৌধুরী।
উল্লেখ্য, বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং বিভাগীয় বহুতল ভবনের মধ্যবর্তী পরিত্যাক্ত প্রায় .৬০ একর ভূমি উন্নয়ন করে একটি পরিকল্পনার মাধ্যমে নান্দনিক এ বাগান সৃজনের উদ্যোগ গ্রহণ করা হয়। বিভাগীয় কমিশনারের দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় এবং ডি.আই.জি সিলেট রেঞ্জ সহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণের সার্বিক সমন্বয় ও সহযোগিতায় এ বাগান সৃজন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাগানের মধ্যবর্তী স্থানে নান্দনিক স্থাপত্য নির্মাণ সহ একটি চত্বর নির্মাণের কাজ প্রক্রিয়াধিন রয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসুল আলম এ বাগানে বৃক্ষরোপণ করেছেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ ও ফুলের চারা রোপন করা হয়। বিজ্ঞপ্তি