কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

27

কানাইঘাট থেকে সংবাদদাতা :
প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি’র সাবেক চেয়ারম্যান প্রার্থী, আব্দুর রব (৩৭), ৯ দিন ধরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসি বিভাগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় কানাইঘাট থানায় গুরুতর আহত আব্দুর রবের ভাই এরালীগুল গ্রামের মনির আলীর পুত্র রেজাউল করিম বাদী হয়ে একই গ্রামের আলাউদ্দিন মড়াই সহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা নং-১৭, তাং-২১/০২/১৫ইং। মামলার এজাহারভুক্ত আসামীদের গ্রেফতার করতে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই কামাল উদ্দিন বিভিন্ন স্থানে অভিযান চালালেও অদ্যাবধি পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেননি। এসআই কামাল জানিয়েছেন আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জানা যায়, সমাজকর্মী আব্দুর রব গত ১৬ ফেব্র“য়ারী রাত ৯টার দিকে স্থানীয় মন্তাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি এরালীগুল গ্রামে ফিরছিলেন। নিজ বাড়ির পাশে যাওয়ামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা আব্দুর রবের প্রতিপক্ষ আলাউদ্দিন মড়াই (৪৮) ও তার স্বজনরা ধারালো অস্ত্র, লোহার রড ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আব্দুর রবের উপর অতর্কিতভাবে হামলা করে। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে তার স্বজনরা খবর পেয়ে আব্দুর রবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওমেক হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আব্দুর রব আইসিসি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে লড়ছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত ডাক্তাররা জানিয়েছেন।