সিলেটের সুপরিচিত ফটো সাংবাদিক, দৈনিক জালালাবাদের চীফ ফটো সাংবাদিক ও সিলেট প্রেসকাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সিএম মারুফের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে সবার প্রিয় এই সাংবাদিক পৃথিবীর মায়া ছেড়ে চিরস্থায়ী ঠিকানায় পাড়ি জমান। অসংখ্য সহকর্মী আর দেশ বিদেশের হাজারো শুভাকাংখিকে কাঁদিয়ে এই দিনে তিনি চলে যান না ফেরার দেশে। উল্লেখ্য, ২০১২ সালের ১৯ ফেব্র“য়ারী পত্রিকায় কাজ কর্ম শেষে রাত ১ টায় বাসায় যান সিএম মারুফ। বাসায় রাতের খাবার গ্রহণের এক পর্যায়ে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে ওসমানী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৩ বছর। তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য সহকর্মী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দৈনিক জালালাবাদের চীফ ফটো সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ভোরের কাগজসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে কাজ করেছেন।
এদিকে সিএম মারুফের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ মাগরিব কুদরত উল্লাহ জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের শুভার্থীদের উপস্থিত থাকতে সাংবাদিক সিএম মারুফ- নাজমুল হাসান স্মৃতি পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি