সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবো আলোকিত শ্লোগানকে সামনে রেখে পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ, কন্যাশিশু এডভোকেসি ফোরাম ও বিকশিত নারী নেটওয়ার্ক এর যৌথ উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার দুপুরে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে কন্যা শিশু এডভোকেসি ফোরাম সভাপতি মোঃ ইরান উদ্দিন ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশর ইউনিয়ন সমন্বয়কারী মোঃ ওবায়দুল হক মিলন সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি কুহিনুর বেগম, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মখছুছুল করিম, গণ্যমান্য মোঃ লুৎফুর রহমান এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আজির উদ্দিন,ছোরাব আলী, মকবুল নেছা উজ্জীবক আব্দুল মালিক, হেলাল আহমদ, আপ্তাব মিয়া, বিকশিত নারী নেটওর্য়াকের সাজনা বেগম,রুমি বেগম, কাছামালা, খালেদা বেগম ইয়ূথ লিডার শৈলেন্দ্র সূত্রধর, হাজেরা বেগম, খালেদা বেগম প্রমুখ।