বর্ষাকাল

25

কৌশিক সূত্রধর

সূর্য্যি মামা মুখ লুকালো নিকষ কালো মেঘে
দিনের আলো যায় হারিয়ে বৃষ্টি নামার বেগে;
টাপুর টুপুর সকাল বিকেল বৃষ্টি ফোঁটা ঝরে
মুষল ধারায় বৃষ্টি জলে খাল-নদী যায় ভরে।

গাঁয়ের মাঝি ভাসায় খেয়া তুলে রঙিন পাল
কৈ,পুঁটি ও টেংরা মাছে ভরা জেলের জাল;
নতুন জলে হাঁসের দলে খেলে সাঁতার খেলা
সারাটাদিন মাছ শিকারে কাটে বকের বেলা।

কদম, কেয়া, কামিনী ফুল গাছে গাছে ফুটে
পূব আকাশে রামধনুটা সাতটি রঙে উঠে ;
দোয়েল,শ্যামা মিষ্টি সুরে ডাকে কদম ডালে
গাঁয়ের ছবি দারুণ দেখায় এমন বর্ষাকালে।