জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুরে রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের খবরে কমে গেলো শাক সবজির দাম। মনিটরিং চলাকালীন সময়ে উপস্থিত ক্রেতাগণ অভিযোগ করেন প্রশাসনের উপস্থিতি দেখে এখন যে দাম বলছে কিন্তু বাস্তবে দাম ক্রেতাদের থেকে আরো বেশী নেয়া হয় বলে তারা অভিযোগ করেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া, জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার মনিটরিং করতে আসেন। মনিটরিংয়ে কাঁচাপণ্যের দোকান গুলোতে আজকের বিক্রয় মূল্য জানতে চাইলে বিক্রেতারা লাউ প্রতি পিস ৭০-৭৫ টাকা, স্থানীয় বাগানের বরবটি ৫০-৫৫ টাকা, আলু ৫৫-৬০ টাকা বিক্রি করছেন বলে জানান। বাজারে উপস্থিত কিছু ক্রেতারা বলেন-প্রশাসনের উপস্থিতি দেখে এখন তারা দাম কমিয়ে বলতেছেন। অনেকে অভিযোগ করেন- তারা লাউ ৯০-১০০ টাকা, বরবটি ৬৫-৭০ টাকা এবং আলু ৬০-৬৫ টাকা করে কিনেছেন।
কাঁচাপণ্যের বিক্রেতাদের নিকট ইউ এন ও রুমাইয়া তাদের ক্রয় রিসিট দেখাতে বললে তারা বলেন বেশীর ভাগ কাঁচাপণ্য সবজী তারা লোকাল কৃষকের নিকট হতে ক্রয় করেন। উপ সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদকে উপজেলার কৃষক পর্যায়ে বিক্রিকৃত সবজীর মূল্যের তথ্য সংগ্রহ করার নির্দেশনা প্রদান করেন তিনি। সেই সাথে সবজীর দোকানগুলোতে বাধ্যতামুলক প্রতিদিনের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা প্রদান করেন।
বিভিন্ন ভোগ্যপণ্যের দোকানগুলোতে মনিটরিং করেন। সেখানে যে সব বিক্রেতাদের খাদ্য অধিদপ্তর ও কৃষি অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজ নবায়ন করেন নি, তাদের জরুরী ভিত্তিতে কাগজ নবায়নের নির্দেশনা প্রদান করেন।
এ দিকে দরবস্ত বাজারের মূল গলিতে চারিকাঠা যাওয়ার প্রবেশ পথে যে সকল দোকানদার এবং তামাবিল মহাসড়কের পাশে অবৈধভাবে জায়গা দখল করে দোকান বসিয়েছেন তাদের আগামী দুইদিনের মধ্যে জায়গা পরিস্কার করার নির্দেশনা প্রদান করেন। অবৈধ স্থাপনা ও রাস্তায় পণ্য সামগ্রী রেখে যারা প্রতিবন্ধকতা তৈরি করেন, তাদের সরে যেতে স্থানীয় চেয়ারম্যান বাহারুল আলম বাহারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ স্হানীয় বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
এ সময় বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের খাদ্য পরিদর্শক সবিতা দেবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল সহ প্রশাসেন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।