মালনীছড়া চা বাগান থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার ॥ ১১ ঘণ্টায় বিএনপি-জামায়াতের ২৭ নেতা কর্মী গ্রেফতার

24

স্টাফ রিপোর্টার :
মালনীছড়া চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার  দুপুর সাড়ে ১২টায় র‌্যাবের একটি টহলদল বোমাগুলো উদ্ধার করে। সেখানে বোমার সঙ্গে একটি দিয়াশলাই পাওয়া গেছে। উদ্ধারকৃত পেট্রোল বোমাগুলো এসএমপি’র বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরী মূলে হস্তান্তর করেছে র‌্যাব। এদিকে গত ১১ ঘণ্টায় বিএনপি-জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-৯ এর সহকারি পরিচালক (মিডিয়া) মোঃ জালাল উদ্দীন আহম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
অপর এদিকে, নগরীর জিন্দাবাজারে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাত ৮টার দিকে জিন্দাবাজার পয়েন্টে কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে এসে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে নগরীর কানিশাইল এলাকার কামাল নামের এক রাজমিস্ত্রী  ডান পায়ে গুরুতর রক্তাক্ত জখম হন। আহত কামালকে ওসমানী হাসাপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এ ঘটনায় কেউ আটক হয়নি।
আদালত প্রাঙ্গণে আইনজীবীদের মিছিল : ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টা হরতালের তৃতীয় দিন গতকাল মঙ্গলবার সিলেটে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। সকাল ১১টার দিকে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেট-এর সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আসুকের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
সিলেট আদালত প্রাঙ্গণে মিছিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট-এর সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, জামায়াত সমর্থিত আইনজীবী জিয়া উদ্দিন নাদের প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তারা আদালতপাড়ায় সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেন।
বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ আটক ২৭ : সিলেট মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ ২৭জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত ১২ থেকে গতকাল মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপি ও জামায়াতের ছয় নেতাকর্মী রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।