বন্দরবাজারে ককটেল বিস্ফোরণ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

25

গত ১১/০২/২০১৫ইং বুধবার সন্ধার পর বন্দরবাজার পেপার পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনার সংবাদে অনাকাক্সিক্ষতভাবে আমাদের মার্কেটের নাম এসেছে।
এ ব্যাপারে আমাদের বক্তব্য হলো চলমান পরিস্থিতির কারণে গত ১১/০২/২০১৫ইং বুধবার অর্থাৎ ঘটনার দিন আমাদের মার্কেট সম্পূর্ণরূপে বন্ধ ছিল। কেবলমাত্র ব্যাংক, বীমা, পত্রিকা অফিস সহ কিছু অফিস সীমিত পরিসরে খোলা ছিল। এ অবস্থায় করিম উল¬াহ্ মার্কেট থেকে পুলিশের প্রিজনভ্যান লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সঠিক নয় বলে আমরা মনে করি। কারণ মার্কেট বন্ধ থাকা অবস্থায় মার্কেটের ভিতরে যে স্বল্পসংখ্যক অফিসিয়াল লোকজন প্রবেশ করেন তাদের মধ্যে ককটেল নিক্ষেপের মতো নাশকতাকারী কেউ নেই বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এছাড়া ঘটনার পরপর পুলিশের একটি দল মার্কেটে তল্লাশী চালিয়ে নাশকতাকারী কাউকে পায়নি। এ অবস্থায় করিম উল্লাহ্ মার্কেট থেকে ককটেল নিক্ষেপের ঘটনা সঠিক নয় বলে আমরা দৃঢ়ভাবে মনেকরি। বিজ্ঞপ্তি