বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে চাঁদা না দেওয়ায় জমি বিক্রি করতে পারছেন না এক ব্যবসায়ী। এ ঘটনায় চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে তিনজনের নাম উল্লেখসহ আরও ১০/১২জনকে অজ্ঞাতনামা আসামী রেখে সিলেটের জুডিসিয়াল মেজিষ্ট্রেট ১ম আদালতে এ মামলটি দায়ের করেন উপজেলার নূরপুর (তবলপুর) গ্রামের ব্যবসায়ী এমএ আহাদ, (দরখাস্ত মামলা নং ৩৯)। মামলায় অভিযুক্তরা হলেন, শিবের খলা (তবলপুর) গ্রামের মৃত গাবরু মিয়ার ছেলে নুর মিয়া ওরফে ভুলু (৪৮), একই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে যুবলীগ নেতা দুদু মিয়া ওরফে কালা দুদু (৪০) এবং মৃত চান মিয়ার ছেলে মকন মিয়া (৪৫)।
গত ২২ জানুয়ারি দায়েরকৃত ওই মামলাটি তদন্তের জন্য সিলেটের ডিবি পুলিশকে দায়িত্ব দেন বিজ্ঞ আদালত। এরই প্রেক্ষিতে গত শুক্রবার সকালে ডিবি পুলিশের এসআই মশিউর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে এসআই মশিউর রহমান বিষয়টি তদন্তাধীন রয়েছে দাবি করে বলেন, তিনি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সাক্ষীদের বক্তব্যও নিয়েছেন। তবে মামলাটি তদন্তের স্বার্থে এর বেশি তিনি বলতে পারছেন না বলেও তিনি জানিয়েছেন।
এজাহার সূত্রে জানা গেছে, ইনায়েতপুর মৌজার ২৬ নং জেএল’র (সাবেক দাগ নং ১১১৭) বর্তমান ১৩৭৯ নং দাগে ১৩শতক ভূমি ২০১২ সালের ০৫ মে আব্দুল মালিক ও আব্দুল মতিনের নিকট থেকে সাবকাবালা মূলে ক্রয় করেন এমএ আহাদ। সম্প্রতি তিনি (এমএ আহাদ) তার স্বত্ত্ব দখলীয় ওই ১৩ শতক জায়গা বিক্রয় করতে চাইলে অভিযুক্তরা তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এতে অপারগতা প্রকাশ করায় তাকে প্রাণ নাশের হুমকি দেয়। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা জমির সবজি চুরি করে এবং প্রকাশ্যে উপড়াইয়া ফেলে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করে। অবশেষে চলতি বছরের ১২ জানুয়ারি ওই জমি দেখাশুনা করতে যাওয়ায় অভিযুক্তরা তার (এমএ আহাদ) উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।