বর্বতার বিরুদ্ধে

25

নেছার আহমদ নেছার

ফেলানী তুমি কষ্ট নিও না-এ আমাদের অসহায়ত্ব
কি না বুঝি না, ফেলানী তোমার বাদুর ঝুলা
নিথর দেহ কাঁটাতারে-বর্বতার সাক্ষী হল,
ইতিহাস হলো দুর্বলের প্রতি সবলের মর্মস্পর্শী
ব্যভিচারের কাহিনী।

ফেলানী-ওরা আমাদের স্বাধীনতার সহায়ক বন্ধু ছিল,
কেবল তাদের অনাগত স্বার্থের জন্য।
ফেলানী ওরা স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে-
আমাদের জন্য  যুদ্ধ করেছে-
কিন্তু  ওরা  আমাদের স্বনির্ভর শক্তিশালী
হতে দিতে চায় না।

ফেলানী-তোমার আত্মার সকরুণ হাহাকারে
জাগরণ আসুক, এই দুর্বল  বাঙালির রক্তে
প্রতিবাদের ঝড় আসুক, প্রতি প্রাণে,
এভাবে অসহায়ত্বের মধ্যে বেঁচে
থাকা বড়ই লজ্জা।

ফেলানী-তোমার আত্মার স্বর্গীয় আবাস হউক,
এ আশিষ আজ তোমার জন্য,
তোমার মত আর কত মারবে ভারতীয় বর্বর সীমান্ত সেনা?
তোমার হত্যার এ সকরুণ দৃশ্য আর দেখতে চাই না,
প্রতিবাদ করবো, বিচার চাইবো, গর্জে উঠবো
ভুবন কাঁপানো কণ্ঠে বর্বরতার বিরুদ্ধে ॥