সাঈদুর রহমান লিটন

9

টুঙ্গিপাড়ার সেই ছেলেটি :

জন্ম হলো অজো গাঁয়ে
টুঙ্গিপাড়া নাম,
তার’ই নামে চিনলো যে গাঁ
বিশ্ব ধরাধাম।

কাদা মাটির মানুষ তিনি
সাহস সবার সেরা,
অসীম সাহস হলে’ও তাঁর
মনটা মায়ায় ঘেরা।

কন্ঠে ছিলো বাঘের গর্জন
বক্ষে ছিলো বীর,
ভাবটা ছিল গুরু গম্ভীর
লক্ষ্য ছিল স্থির।

টুঙ্গি পাড়ার সেই ছেলেটি
ধরলো দেশের হাল,
শত্রু থেকে রক্ষা করে
উড়ায় দেশের পাল।

পাল উড়িয়ে বিজয় এনে
জীবন দিলো শেষে,
যুগ যুগান্তর বেঁচে থাকবে
সোনার বাংলা দেশে।