ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদের পিতা মনির উদ্দিন মেম্বারের দাফন সম্পন্ন হয়েছে। ২২ মার্চ সকাল ১১টায় দক্ষিণ মতিয়ারগাঁও গ্রামের দক্ষিণের মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযা স্থলে কয়েক সহস্রাধিক শোকার্ত মানুষের ঢল নামে। জানাযার পূর্ব মুহূর্তে মুনতাসির বিল্লাহ জালালীর পরিচালনায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সিলেট-২ আসনের সাবেক এমপি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া, জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, আওয়ামীলীগ নেতা ওয়াজেদ আলী মাস্টার ও মরহুমের পুত্র সাংবাদিক শিপন আহমদ।
জানাযায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমদ, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, কোষাধ্যক্ষ শাহ নুরুর রহমান শানুর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইছ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ্ এহিয়া, দুবাই ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী সাংবাদিক আহসান হাবীব, তাজপুর বাজারস্থ ইরশাদ আলী শপিং সিটির চেয়ারম্যান মনজুর আহমদসহ গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন এনজিও কর্মকর্তা-কর্মচারি, উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। ২১ মার্চ বিকেল ৫টা ৪৮মিনিটে সিলেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। উপজেলার দক্ষিণ মতিয়ারগাঁও গ্রামের বাসিন্দা মো. মনির উদ্দিন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। এর আগে তিনি আরও ৪বার ইউপি সদস্য নির্বাচিত হন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন দির্ঘদিন যাবৎ তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
সমাজ সেবায় নিবেদিত প্রবীণ এই আওয়ামীগ নেতার মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, সাংবাদিক শিপন আহমদের পিতা মনির উদ্দিন মেম্বারের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।