লক্ষ্মীপাশায় শেষ সভায় আফজালের জন্য ভোট চাইলেন আব্দুর রাজ্জাক ও ফয়সল চৌধুরী

9

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে বর্তমান সময়ে খুন, ধর্ষণ, নারী নির্যাতনসহ চরম অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। দেশের কোথাও মানুষ শান্তিতে নেই। চারদিকে শুধু অত্যাচার অনাচার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস। বিনা ভোটের সরকারের সময়ে দেশজুড়ে চর্চা হচ্চে বিচারহীনতার ভয়ঙ্কর এক সংস্কৃতির।
তিনি বলেন, এমন ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে ঐক্যবব্ধ হয়ে সকল প্রকার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয়ী করতে হবে।
রবিবার (১৮ অক্টোবর) বিকালে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেনের শেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
লক্ষ্মীপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহতাবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল আহমদের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিগত জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে ঐক্যফ্রন্টের বিএনপি মনোনীত সাবেক প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, হেলালুজ্জামান হেলাল, ফখরুল ইসলাম, রুহেল আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মশিকুর রহমান মহি, নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ ও মামুন আহমদসহ উপজেলা পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ এবং লক্ষ্মীপাশা ইউনিয়ন সর্বস্তরের জন সাধারণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি