বাসদ (মার্কসবাদী)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশের বামপন্থী আন্দোলনের এক অসাধারণ ব্যক্তিত্ব কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ৮৭ বছর বয়সে ৬ জুলাই ২০২১ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুতে শুধু আমাদের দলই নয়, এই দেশের বাম-গণতান্ত্রিক আন্দোলনের এক বিরাট ক্ষতি হলো। তিনি আজীবন মার্কসবাদ – লেনিনবাদ – শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে বাংলাদেশের মাটিতে একটি বিপ্লবী দল গড়ে তোলার সংগ্রামে লিপ্ত ছিলেন এবং দেশের বাম আন্দোলনে নতুন ধারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। জীবনাবসানের পর বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানের স্বার্থে নিজের দেহ দান করে গেছেন। কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিতে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার উদ্যোগে আজ ১৭ সেপ্টেম্বর, শুক্রবার বিকাল ৪ টায় সিলেট জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে (২ নং বার হল) এক শোকসভা অনুষ্ঠিত হবে। শোক সভায় বক্তব্য রাখবেন সিলেট জেলা’র বাম- প্রগতিশীল আন্দোলনের নেতৃবৃন্দ ও দলের সমর্থক – শুভানুধ্যায়ীবৃন্দ।
শোক সভায় সকলকে উপস্থিত হওয়ার আহবান জানান বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়। বিজ্ঞপ্তি