ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ছাত্রলীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ছাতক থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে এসআই অমৃত কুমার দাস বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৯ নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ৪০জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়। মামলায় প্রধান আসামী উপজেলা ছাত্রদলের (একাংশের) যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ সুমন ছাড়াও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, মোজাহিদুর রহমান হিরা, ছাত্রদল নেতা রিহাব আহমদ, সমছু মিয়া, জিয়াউল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সদরুল আমিন সোহান, সদস্য আনোয়ার হোসেন ও অলি আহমদকে আসামী করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করার সময় বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ৮পুলিশ সহ উভয় পক্ষের অনন্ত ৩৫ নেতাকর্মী আহত হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা দায়ের করে পুলিশ।