গত ৩১ অক্টোবর মঙ্গলবার চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার এর উদ্যোগে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সাথে সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সিলেট এর উপ-মহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম বলেন, কল-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা একান্ত জরুরী। পাশাপাশি কল-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহে শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা, যথাযথ নিয়মনীতি মেনে প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে কিনা সে বিষয়ে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তিনি ব্যবসা প্রতিষ্ঠান সমূহে বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ বাস্তবায়নের ব্যাপারে ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শ্রমিকের ন্যায্য নিরাপত্তা, মজুরী, পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে সুষ্ঠু কর্মপরিবেশ কখনই সৃষ্টি করা যাবে না। এছাড়াও তিনি সরকারী আইন অনুযায়ী সকল কল-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে অধিদপ্তরের কাছ থেকে লাইসেন্স গ্রহণের অনুরোধ জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক আব্দুর রহমান, চন্দন সাহা, ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজী মোঃ দিলওয়ার হোসেন, মোঃ সামছুল আলম, মোঃ আব্দুর রহমান রিপন ও মোঃ নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মাসুদ আহমদ চৌধুরী, পিন্টু চক্রবর্তী, মুকির হোসেন চৌধুরী, ব্যবসায়ী মকবুল হোসেন, হাজী আব্দুল আহাদ, নিয়াজ মোঃ আজিজুল করিম, হোসেন আহমদ, রফিক মিয়া, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা ইঞ্জিঃ মোঃ ওমর ফারুক, সুধাংশু শেখর দাস, মোঃ ফজলুর রহমান, মোঃ আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি