হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
সোমবার থেকে ভারতের ত্রিপুরায় শুরু হচ্ছে বাংলাদেশের ৪ জেলা প্রশাসকের সাথে ত্রিপুরার ৬ জেলা প্রশাসকের তিন দিনব্যাপী বৈঠক।
হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের পক্ষে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও রাঙামাটি এবং ত্রিপুরার পক্ষে পশ্চিম ত্রিপুরা, ঊনকোটি, উত্তর ত্রিপুরা, খোয়াই, ধলাই, সিপাহীজলার জেলা প্রশাসকরা উপস্থিত থাকবেন। আগরতলায় ত্রিপুরা রাজ্য সরকারের অতিথিশালায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দু’দেশের সীমান্ত সমস্যা, আমদানি-রপ্তানি, মাদক ও চোরাচালান বন্ধ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।
বৈঠকে যোগ দিতে হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারত গেছেন। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীন ফেরদৌসী, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা।