দাম কমছে যেসব পণ্যের

37

কাজিরবাজার ডেস্ক :
‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেটে কর কমায় বাজেট পরবর্তী সময়ে দাম কমবে বেশ কিছু পণ্যে।
এগুলো হলো- কৃষিজমির রেজিস্ট্রেশন ফি, দেশি মোটর সাইকেল, গুঁড়ো দুধ, ক্যানসারের ওষুধ, পাউরুটি, রড, সিমেন্ট, হাইব্রিড মোটরকার, টায়ার-টিউব তৈরির কাচামাল, কম্পিউটারের যন্ত্রাংশ, ডে কেয়ার হোম সার্ভিস, আমদানি পোল্ট্রি খাদ্য, দেশীয় রেফ্রিজারেটরের কম্প্রেসার, বিমা পলিসি, অভ্যন্তরীণ বিমান ভাড়া।