রমজান আলী রনি
মনের যত আসল রূপ
খুঁজে দেখনা তারে
কিসের-ই পাপ কিসের-ই পুণ্য
গোলক ধাঁধার সাড়ে।
তুলসী পাতার প্রলেপ দিয়ে
কত কিছুই হয়
পাপের ভয়ে কেউবা আবার
ছিঁড়তে পায় যে ভয়!
পাপ-পুণ্যেরও হিসাব কষে
থাকনা দূরে সরে
কাঁদিস না মন বাহির হলে
একলা একা ঘরে।
দমের হাওয়ার বাতাস যেদিন
তোমায় যাবে ছাড়ি
পাপ-পুণ্যেরও হিসাব সেদিন
করবে ভীষণ আড়ি।