মানুষ !

38

সৌমেন কুমার

এক যায় না টপকে অন্যকে
কি দারুণ না চলা,
পিঁপড়া এরা নয়কো মানুষ
অপূর্ব শৃঙ্খলা।

প্রভুর জন্য জীবন দিবে
নাই কোনো ত্রস্ততা,
কুকুর এরা নয়কো মানুষ
প্রবল বিশ্বস্ততা।

মুনিবকে নিয়ে ছুটে চলে
ছুটে চলায় নাই ভ্রম,
মানুষের মত হয় না ক্লান্ত
এটাই তো পরিশ্রম।

যদি এক কাক পড়ে ফাঁদে
অন্য কাক দেখে তা
ছুটে আসে কয়েকশ কাক,
একেই বলে একতা।

হিংসা বিদ্বেষ ক্রোধ লোভ অহম
আছে মানব মাঝে,
অথচ শিক্ষা বিবেক বোধ
লাগায় নাকো কাজে।