গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
দীর্ঘ এক যুগ পর আজ শুক্রবার বাংলাদেশ আওয়ামীলীগ গোয়াইনঘাট উপজেলা শাখার ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। বেনার ফেস্টুন আর তোরুন দিয়ে উপজেলা সদর কে আলাদা ভাবে সাজিয়েছেন। সাজ সাজ রব লক্ষ্য করা গেছে উপজেলা জোড়ে। আজকের অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি মোঃ ইব্রাহিম এবং পরিচালনা করবেন সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডাঃ দিপুমনি।সম্মেলনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচঞ্চলতা দেখা দিয়েছে। সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারের ধারে ধারে ঘুরছেন। এতে করে বাড়ছে নেতা কর্মীদের আলাদা মূল্যায়ন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি মোঃ ইব্রাহীম ও বর্তমন সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান (মাষ্টার)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরীয়া হেলাল, বর্তমান যুগ্ম-সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার ইসমাইল আলী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাবেক সভাপতি, উপজেলা আ’লীগরর সাবেক সাংগঠনিক ও উপজেলা যুবলীগ‘র সাবেক সভাপতি মোঃ সামছুল আলম, জেলা স্বেচ্ছা-সেবকলীগ‘র সাংগঠনিক সম্পাদক ও আলীরগাঁও ইউপি চেয়ারম্যন আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত, উপজেলা আ‘লীগ‘র যুগ্ম-সম্পাদক সুভাশ চন্দ্র পাল ছানা। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সিলেট সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহবুবুর রহমান রিপন ও গোয়াইঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক কামরুল হাসান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান দীর্ঘদিন পর আমরা ভোট প্রদানের সুযোগ পেয়েছি। আমরা নেতা নির্বাচনে যাচাই বাছাই, ত্যাগী সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করব।