গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য ঘোড়ার দৌঁড় অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী ঘোড় দৌঁড়ের ফাইনাল গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বারহাল বাজার সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা থেকে ফাইনাল পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ঘোড় দৌঁড় প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন নামে শতাধিক ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়ার দৌঁড়’র ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কানাইঘাট উপজেলার গর্দনা গ্রামে মোহনলাল নামের ঘোড়াটি এবং দ্বিতীয় স্থান অধিকার করে গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল গ্রামের টিপু সুলতান নামের ঘোড়া। বৃহস্পতিবার ঘোড়ার দৌড়’র ফাইনাল খেলা শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সভাপতি খলিলুর রহমান ও সম্পাদক মাসুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, সমাজসেবী সাইদুজ্জামান জামান, মোহাম্মদ মেম্বার, হাজী কনুমান, এখালাছুর রহামন, চাঁন চৌধুরী, মকবুল মিয়া, আশরাফ, হারিছ, শরীফ, বেড়াই, মাহমুদ, পরিচালনা কমিঠির উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ, সদস্য শফিকুর রহমান, আতাউর রহমান, চাঁন মিয়া, বিলাল উদ্দিন প্রমুখ।
উলে¬খ্য যে গত মঙ্গলবার বিকেল ৩টায় ঘোড়ার দৌঁড়ের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৩দিন ব্যাপি ঘোড়ার দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।