হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও আহত সূত্র জানায়, ওই গ্রামের একখন্ডজমি নিয়ে আব্দুল মোতালিব মিয়ার সাথে আবুল ফজলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে বিরোধপূর্ণ ওই জমিতে আব্দুল মোতালিব মিয়ার পুত্র আব্দুল কাউয়ুম জিলু মিয়াসহ তার ভাইয়েরা কাজ করতে যায়। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবুল ফজলের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে আব্দুল কাইয়ুম জিলু মিয়া আহত হন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে স্থানীয় মুরব্বীয়ান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় আব্দুল কাউয়ুম জিলু মিয়া, নুরুল হক, সামছুল হক, রেজাউল ইসলাম ও আবুল ফজলকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এ ব্যাপারে এখনও কেউ কোন অভিযোগ দায়ের করেননি। তবে উত্তেজনার খবর পেয়েছি।