বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতি সহ্য না করতে পেরে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করছে। দেশ যখন মধ্যম আয়ের দিকে অগ্রসর হচ্ছেন ঠিক তখন তারা হরতাল অবরোধের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পথে নিয়ে যাচ্ছে। তাদের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে রুখে দাঁড়াতে হবে। তিনি গতকাল ২৪ জানুয়ারী শনিবার সকালে নগরীর শহীদ সুলেমান হলে সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মশাহিদ আলী, মহিলা আ’লীগ নেত্রী নাজনীন হোসেন, জেলা দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতেয়াক আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মখলিছুর রহমান, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, মনোওয়ার ইবনে রহমান, আফতাব উদ্দিন, মকসুদ আহমদ মকসুদ, এইচ এ মালিক ইমন, মাষ্টার আব্দুস শুকুর, ফারুক খান, আনোয়ার মিয়া, ফয়জুল করিম ফুল মিয়া, আমির উদ্দিন, বেলাল আহমদ, আব্দুল আজিজ, জুনেদ কোরাশানি, এস এম সাইস্তা তালুকদার, হাজী মশাহিদ আলী চেয়ারম্যান, মোঃ শাহাব উদ্দিন, মছদ্দর আলী, শেখ বদরুল।
শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল মালিক মামুন, শোক প্রস্তাব পাঠ করেন উপজেলা দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, ইউনিয়ন রিপোর্ট পেশ করেন জালালাবাদ ইউনিয়ন সাধারণ সম্পাদক আশ্রব আলী মেম্বার, হাটখোলা ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, খাদিম নগর ইউনিয়ন সাধারণ সম্পাদক জালাল আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিলাল চেয়ারম্যান, টুলটিকর ইউনিয়ন সাধারণ সম্পাদক নিরেশ দাস, টুকের বাজার ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিক আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, মোগলগাঁও ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ চুনু, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি