কুমারগাঁওয়ে পরিবহন শ্রমিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

16

স্টাফ রিপোর্টার :
কুমারগাঁও বাস টার্মিনালে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার আলী আহমদ নামের এক শ্রমিক বাদি হয়ে জালালাবাদ থানায় এ মামলাটি দায়ের করেন। এতে একমাত্র আসামী করা হয়েছে রেস্টুরেন্টের মালিক জিল্লুর রহমানকে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুমারগাঁও বন্ধু রেস্টুরেন্টের সামনে একটি বাস অবৈধ ভাবে পার্কিং করা হলে রেস্টুরেন্টের কর্মচারী বাধা দেয়। এ সময় বাস চালক নিধু বাবু ও হেলপাররা তার সাথে কথাকাটাকাটি শুরু করে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কথাকাটিকে কেন্দ্র করে বাস শ্রমিকরা ওই রেস্টুরেন্টে হামলা চালায়। হামলায় এক কর্মচারী আহত হয়। ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। এদিকে বাস শ্রমিকরা সড়কের উপর বাস ফেলে রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ বাস টার্মিনালে গিয়ে সেখানে বাস মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সাথে কথা বলে সড়কে বাস চলাচল শুরু হয়।
মুক্তিযোদ্ধা যুবকমান্ড সিলেট জেলার আহবায়ক এবং বন্ধু রেস্টুরেন্টের মালিক জিল্লুর রহমান বলেন, আমার রেস্টুরেন্টের সামনে অবৈধভাবে বাসগাড়ী পার্কিংয়ের প্রতিবাদ করায় শ্রমিকরা আমার দোকানের উপর হামলা চালায়। তারা কয়েকটি আসভাবপত্র ভাংচুর করেছে। রেস্টুরেন্টের কর্মচারীকে মারধর করে আহত করেছে। এতে আমার অন্তত কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কুমারগাঁও বাস শ্রমিক-এর সভাপতি রণবাবু বলেন, গাড়ি পার্কিং নিয়ে চালকের উপর হামলা চালানো হয়। এর প্রতিবাদে বাস শ্রমিকরা সড়ক অবরোধ করে। তবে দোকানের আসবাবপত্র ভাংচুরের ঘটনা সত্য নয়। এ ঘটনায় তাদের শ্রমিক আহত হয়েছে বলে তিনি দাবী করেন।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রবিবার এ ঘটনায় আলী আহমদ নামের এক শ্রমিক বাদি হয়ে জিল্লুর রহমানকে একমাত্র আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।