বেদনার মিছিল

34

খন্দকার কাজল

বুকের ক্ষতটা অবিরাম বাড়ছে তিলে তিলে
হৃদয়ে তোলপাড় অভিমানের মিছিলে,
একাকীত্ব প্রতিনিয়ত খাচ্ছে আমায় গিলে
জানোনা, তুমি আমার জন্য কি ছিলে?
এখনো লুকোচুরি খেলি মেঘের ফসিলে
স্বপ্নগুলো এখনো সব তুমি-আমি মিলে,
অশ্র“ ঝরে পড়ে পুরনো স্মৃতিদের ঘষিলে
তোমার কাছে শুধু রয়ে গেলাম বাতিলে।
কেন? তুমি এমন করে আমায় দংশিলে,
আমি এখন পরিণত হয়েছি ডানা ভাঙা চিলে।
কতটুকু? বলো, তুমি আমায় দিলে
সবটুকু তো শুধু ইচ্ছেমত কেড়ে নিলে,
স্বপ্ন তুমি উড়াও এখন আকাশের নীলে
আমার টা ছিল দুঃস্বপ্ন, আছি বড় মুশকিলে।।