সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল গফ্ফার, আবুল কাহের শামীম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, এডভোকেট সামছুজ্জামান জামান, এম এ মান্নান, ইমরান আহমদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, অবৈধ সরকারের পতন ঘন্টা বেজে উঠেছে। চলমান আন্দোলনে ভীত হয়ে সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পায়তারা করছে। সরকারের স্বৈরাচারী অন্তিম আগ্রাসনকে মোকাবেলা করতে নেতা কর্মীদের ধর্য্য ও সহনশীল থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। নেতৃবৃন্দ মহানগর বিএনপি নেতা শামীম মজুমদার, বাবুল আহমদ, ছাত্রদল নেতা সল্টি দাস, এনামুল হক শামীমকে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতা শেখ মোহাম্মদ ইলিয়াছ আলী ও যুবদল নেতা জুয়েল আহমদ জুবেদের বাসায় পুলিশী তল্লাসীর তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী বীর বিক্রম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব বদরুজ্জামান সেলিমসহ সকল জোট নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান। বিজ্ঞপ্তি