ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সারা দেশের ন্যায় ওসমানীনগর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত ‘প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১’অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্টিত প্রদর্শনীটির উদ্ধোধন করেন সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকাব্বির খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু আজীবন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন। মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন। আমি ব্যক্তিগত ভাবে তার আদর্শ লালন করি বলেই কোন অন্যায় সহ্য করতে পারি না। বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতিবাজদের ঠাঁই নেই। সিন্ডিকেটের সাথে হাত মেলাইনি বলেই আজ আমি দুর্নীতিগ্রস্ত! আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মৃত্যুকে কবুল করবো তবু তাদের সাথে হাত মেলাবো না। একটি প্রভাবশালী সিন্ডিকেটের ব্যাক্তিগত স্বার্থ হাসিলের জন্য সরকারি কোটি কোটি টাকা নষ্ট হতে দেবনা। প্রয়োজনে জনগনকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তলবেন বলেন আশ^াস প্রদান করেন। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রাজু আহমদ ও এলএসপি আব্দুস সালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রব্বানী, বুরঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান খালেক আহমদ লটই, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু,প্রবাসী গোলাম কিবরিয়া,আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ খলকু,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল প্রমুখ।
বিকালে সমাপনী অনুষ্ঠনে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাছলিম। অনুষ্ঠানে উপজেলার খামারীরা তাদের পালিত পশুপাখি, ছাগল, দুগ্ধজাত গাভী, ষাড় প্রদর্শন করেন।