স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় এক কিশোর কর্মচারীকে বেধড়ক মারপিট তার চোখ নষ্ট করে দিয়েছে এক বেকারী মালিক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিএন বেকারীতে এ ঘটনা ঘটে। আহত কিশোরের নাম-মুহিবুর রহমান (১৩)। সে সুনামগঞ্জ সদর থানার বীরগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশ এসআই মোঃ শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বা কোন অভিযোগ পাননি বলে জানান।
আহতের আত্মীয় সূত্রে জানা গেছে, নগরীর কদমতলীস্থ সিএন বেকারীতে কাজ করত কিশোর মুহিবুর রহমান। বেশ কিছুদিন পূর্বে মালিকের সাথে তার বনিবনা না হওয়াতে সে চাকরী ছেড়ে চলে যায়। ঐ চাকরী ছাড়ার পর মুহিবুর রহমান আরেকটি (বি-১) বেকারীতে চাকরী নেয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় সিএন বেকারীর মালিক হাবিব কিশোর মুহিবুরকে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করেন। মুহিবুরের সারা শরীরে আঘাত করে এমনকি তার চোখেও মারাত্মক আঘাত করে বেকারী মালিক হাবিব। এতে তার চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছে। পরে স্থানীয় লোকজন আহত মুহিবুরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। চোখের আঘাত মারাত্মক হওয়াতে তার চোখে ৩টি সেলাই দেয়া হয়েছে। ডাক্তার জানিয়েছে তার চোখ নষ্ট হয়ে যেতে পারে। বিষয়টি স্থানীয় প্রভাবশালী মহল প্রথমে আপোষে মীমাংসা করে দেবে বললেও বর্তমানে তারা এ বিষয়ে কিছু বলছে না। এ ঘটনায় আহত মুহিবুরের পক্ষ থেকে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।