জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে বেড়িবাঁধ কাজের অধিকাংশ প্রকল্প শেষ হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সরজমিনে দেখা যায়, নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের অধিকাংশ প্রকল্পের মাটি কাটার কাজ শেষ হয়ে গেছে। এর মধ্যে ১৬, ১৭, ১৮ ও ১৯ নং পিআইসি এলাকায় মাটি কাটার কাজ শেষ হয়ে গেছে। চলছে মাটি বসানোর কাজ। এসবপ্রকল্পের দায়িত্বে থাকা স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, দেরিতে কাজ পাওয়ায় শেষ করতে সামান্য বিলম্ব হয়েছে। তবে বাধের কাজ শেষ হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ সময় কৃষক সহ জনতা জানান, এবার দেরি হলেও প্রাকৃতিক দুর্যোগের আগে কাজ শেষ হয়েছে। এতেই আমরা খুশি। এছাড়া ৩৬নং পিআইসি কমিটির কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এ প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি সদস্য তেরাব মিয়া বলেন, অনেক আগেই আমার কাজ শেষ হয়ে গেছে। তবে এখনো তৃতীয় বিল পাইনি। বিল না পাওয়ায় পাওনাদের চাপের মুখে রয়েছি। তাই দ্রুত বিল দিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজী বলেন, জগন্নাথপুরে অধিকাংশ প্রকল্পের মাটি কাটার কাজ শেষ হয়ে গেছে। এখন চলছে মাটি বসানো সহ ফিনিশিং কাজ। তবে একটি প্রকল্পের কাজ দেরিতে দেয়ায় এখনো শেষ হয়নি। আশা করছি আগামী ২/১ দিনের শেষ হয়ে যাবে।