ওসমানীনগরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারণ নিয়ে উত্তেজনা

6

ওসমানীনগর প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে বুরুঙ্গা শেখ ফজিলাতুন্নেছা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অধ্যক্ষ ওয়ারিছ উদ্দীন আল-মামুন এর অপসারণের দাবিতে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ওসমানীনগর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসার স্বৈরাচারী ও দূর্নীতির অভিযোগ এনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ারিছ উদ্দিন আল মামুন এর পদত্যাগের দাবীতে গত ৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন পত্র প্রদান করেছেন মাদরাসা শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থী ও স্থানীয়রা কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির আগেই আগেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ারিছ উদ্দীন আল-মামুন এর পদত্যাগের ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসকে মৌখিক ভাবে অনুরোধ জানান। এছাড়া, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ারিছ উদ্দিন আল মামুন এর কিছু অনিয়ম ও দুর্নীতি নিয়ে বুরুঙ্গা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে ছাপানো লিফিলেট প্রদান করেন নেতৃবৃন্দ।
এদিকে, ধারাবাহিক ভাবে মাদ্ররাসায় শিক্ষার্থী এবং শিক্ষকদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগ আন্দোলন চলে আসছে। গত রবিবার শিক্ষার্থীর অভিভাবকসহ এলাকাবাসীকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীপংকর দেব শিবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদ্রাসার উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়।
সোমবার দুপুরে মাদ্ররাসা গভর্নিং বডির সভাপতি মাওলানা মুফতি কামরুল ইসলাম চৌধুরী নিজ উদ্যোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ারিছ উদ্দিন আল মামুনকে অব্যাহতি দিয়ে মাদরাসার প্রভাষক মোঃ তারেক কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের আদেশ পত্র দেন। সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের খবর পেয়ে মঙ্গলবারে মাদরাসার শিক্ষকরা এক জোট হয়ে জ্যেষ্টতার ভিত্তিতে সহকারী অধ্যাপক সাজিদা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করেন। এমন পরিস্থিতিতে মাদ্রাসার শিক্ষার্থীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বুরুঙ্গা ইউনিয়নের বিশিষ্ট শালিসি ব্যক্তিত্ব ছাইদুর রহমান চৌধুরীর শরণাপন্ন হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি বিষয়টির সুষ্ঠ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ওলি আহমদ বলেন, মাদ্রাসার বর্তমান উদ্ভুত পরিস্থিতির সুষ্ঠ সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে।