আশ্রয় :
কষ্টরাত পার হয়ে ঊষার দুয়ারে দেখি
মাঝরাতে পরালাম যার গলে ফাঁসি
দানবীয় কৃষ্ণগুহা থেকে সে-ই আদিম আঁধার
গিলে খাচ্ছে নক্ষত্রের সমুজ্জ্বল হাসি।
নেশাতুর শীতের আকাশ বিড়ি টেনে ধোঁয়া তোলে
সাদা আঁধারের তুষার ঝরে পৃথিবীতে
ভূমিদস্যু সমুদ্রটা ধেয়ে আসে জীবনের ঘাটে
এক গ্রাসে লোকালয় পুরে নেয় পেটে।
বটের ছায়ায় প্রাক মধ্যাহ্নের রোদেলা দুপুর
ভরা নদী মরে গেছে-নেই কোন সুখ
সোনালুর সুশ্রী শরীর ছেয়ে গেছে স্বর্ণলতায়
খাবারের আলো নেই গাছের পাতায়।
গাছ আছে ফল নেই, পাখি আছে নেই কোন গান
ফুল নেই, অলি নেই-বিধবা বাগান
পোকারা নীড় বেঁধেছে ফসলের থোকায় থোকায়
দিনচলা শুরু হয় আশায় আশায়।
হে নাবিক, কোনখানে ফেলবে জীবনের নোঙ্গর
বাঁচার বসতভিটেয় ক্রুর হাঙ্গর
প্রকৃতির কুটিল চরিত্র আজ সমাজে সমাজে
আশ্রয় কোথায় বলো! মরি ভয়ে লাজে।