আর্তপীড়িত গরীব-অসহায় মানুষের সেবায় এগিয়ে আসা সকলের নৈতিক দায়িত্ব – মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী

12

শাহজারাল (রহ.) ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী বলেন, মানবতার সেবা নিয়ে হযরত শাহজালাল (রহ:) সুদূর ইয়ামন থেকে সিলেটের মাটিতে এসে দ্বীন প্রচারের পাশাপাশি মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে রেখে গেছেন। এ জন্য আর্তপীড়িত গরীব-অসহায় মানুষের সেবায় সকল বিত্তবানদেরকে এগিয়ে আসা নৈতিক দায়িত্ব।
গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার শাহজালাল (রহ:) ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার নাজিরেরগাঁও এলাকায় শীতের কম্বল বিতরণী একটি অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান উপরোক্ত কথাগুলো বলেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফিজ কাজী জুনাইদ আহমদ, মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মহাসচিব হাফিজ মাওলানা এখলাছুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আরিফুল হক ইদ্রিস, মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারী হাফিজ ময়নুল ইসলাম আশরাফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, যুব মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ডা: হাবিবুর রহমান জাহান, জৈন্তাপুর উপজেলা শাখার সেক্রেটারী হাফিজ আল আমীন, নাজিরেরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা আজিজুর রহমান আনসারী প্রমুখ। বিজ্ঞপ্তি