গোয়াইনঘাটে যুবক-যুবতীদের কারুশিল্পের উপর মাসব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

5

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহযোগিতায় এবং উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে গোয়াইনঘাট উপজেলায় বেকার যুবক-যুবতীদের কারুশিল্পের উপর মাসব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জাফলং চা বাগানে অবস্থিত মাল্টিপারপাস প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাহমিলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিত রায় দাশ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ প্রমুখ।
উদ্বোধনের প্রথম দিনে পর্যটন কেন্দ্র জাফলংয়ের ২০ জন কারুশিল্পি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।