জামায়াত-শিবির ও ছাত্রদলের ৭ নেতাকর্মী গ্রেফতার ॥ কানাইঘাটে মালবাহী পিকআপ ও লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের

39

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট সড়কের বাজার ঈদগাহ নামক এলাকায় গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত চক্র কর্তৃক একটি মালবাহী পিকআপ ও যাত্রীবাহী লেগুনা গাড়ীতে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। পরে কানাইঘাট থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে রাতেই সড়কের বাজার ও আশপাশ এলাকা থেকে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করে। এ ঘটনায় ১৫জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা ৩০/৪০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। থানার মামলা নং-১১, তাং-১৮/০১/১৫ইং। মামলার প্রেক্ষিতে এজাহার নামীয় ৬জন কে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার দীঘিরপার ইউপির হিম্মতের মাটি গ্রামের আব্দুর রহিমের পুত্র শামীম আহমদ (২৫), একই গ্রামের রশিদ আহমদের পুত্র সড়কের বাজারের রেস্টুরেন্ট ব্যবসায়ী ফয়ছল আহমদ (২৬) ও তার ভাই আফসার আহমদ (২০), ধনমাইর মাটি গ্রামের আব্দুল হালিমের পুত্র শাহাব উদ্দিন (২০), মানিকপুর গ্রামের মৃত গোলাম আকবরের পুত্র শফিক উদ্দিন (৪৫) এবং কুলুর মাটি গ্রামের মাওঃ ছিদ্দিক আহমদের ছেলে এনামুল হক (৩২)। এছাড়া গত শনিবার রাতে নাশকতা মূলক তৎপরতার দায়ে কানাইঘাট বাজার থেকে ছাত্রদল নেতা আমিনুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে সোপর্দ করেছে পুলিশ। প্রসজ্ঞত যে কয়েকদিন পূর্বে একই জায়গায় দুর্বৃত্তরা চলন্ত দু’টি বাসে হামলা চালিয়ে ভাংচুর করে। এসব ঘটনার সাথে জামায়াত শিবিরের নেতাকর্মীরা জড়িত বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী। এদিকে বিরোধী জোটের টানা অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত জোটের নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে বিরোধী জোটের শত শত নেতাকর্মী বাড়ী ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার কারনে অরোধকারীরা কোথাও মিছিল ও পিকেটিং করতে দেখা যায় নি। বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ জানিয়েছেন সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে এ পর্যন্ত তাদের দলের ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ৬০টির অধিক মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে অনেকে জেল হাযতে রয়েছেন।